বারভিডা ওয়েব পোর্টাল উদ্বোধন

২৯ জুলাই, ২০২০ ১০:৪২  
বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোটার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের (বারভিডা) অফিসিয়াল ওয়েব পোর্টাল (www.barvida.com.bd) উদ্বোধন করা হয়েছে। সংগঠনের সকল সদস্যের প্রোফাইলসহ এ খাত সংশ্লিষ্ট প্রয়োজনীয় তথ্য সম্বলিত ওয়েব পোর্টালটি উদ্বোধন করেছেন অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট এবং বর্তমান প্রেসিডেন্ট আবদুল হক। বারভিডা সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শহীদুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট এস এম আনোয়ার সাদাত, মোহাম্মদ সাইফুল ইসলাম (সম্রাট) ও মো. জসিম উদ্দিন মিন্টু এবং অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বারভিডা কার্যালয়ে কার্যনির্বাহী সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে সোমবার (২৭ জুলাই) পোর্টালটি উদ্বোধন করেন। বারভিডা ওয়েব পোর্টাল অ্যাসোসিয়েশনের সকল সদস্য এবং গাড়ির ক্রেতা ও আগ্রহী ব্যক্তিদের সেবা প্রদানের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে বারভিডা নেতারা আশা প্রকাশ করেন। সদস্যদের সকল তথ্য সংরক্ষণ করার সাথে সাথে এ খাতের প্রয়োজনীয় তথ্যসমূহ পরিবেশনে বারভিডা ওয়েব পোর্টাল যথাযথ ভূমিকা পালন করবে। এছাড়াও বারভিডার সদস্যদের জন্য এখন থেকে পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে।